এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ | Content Creator | Youtube | New Guidelines
অনলাইনে ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবের নতুন কঠোর নীতি
দেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। ঘোরাঘুরি, রেস্টুরেন্ট রিভিউসহ দৈনন্দিন নানা বিষয়ে ভিডিও তৈরি করে তারা আপলোড করেন ইউটিউবে। তবে এবার কন্টেন্ট নির্মাতাদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এসেছে ইউটিউব।
ইউটিউবের নতুন কঠোর নীতি প্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ঘোষণা দিয়েছে যে, আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে নামহীন কন্টেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত, অনলাইন গ্যাম্বলিং বিষয়ক কন্টেন্টের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইউটিউব। গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ৪ মার্চ এই নীতির ঘোষণা দিয়েছে। নতুন নীতিমালায় ইউটিউবের বর্তমান নিয়ম আরও কঠোর করা হচ্ছে, যার ফলে কন্টেন্ট নির্মাতাদের বেশ কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে। যদিও এই পরিবর্তন মূলত গ্যাম্বলিং বিষয়ক কন্টেন্টের জন্য প্রযোজ্য, তবে অন্যান্য কন্টেন্ট নির্মাতাদেরও কিছু অতিরিক্ত বিধি মানতে হবে।
১. ভিডিওতে কোনো ইউআরএল বা লিংক রাখা যাবে না - ভিডিওর ছবিতে বা টেক্সটে লিংক এমবেড করা নিষিদ্ধ করা হয়েছে। ২. ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্লাটফর্মে নিয়ে যাওয়া যাবে না - ভিডিওতে অন্য প্ল্যাটফর্মে দর্শকদের আকৃষ্ট করার যেকোনো প্রচেষ্টা নিষিদ্ধ। ৩. গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না - শুধুমাত্র গুগল অ্যাড্রেস সার্টিফিকেট বা ইউটিউব অনুমোদিত গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে। ৪. নিশ্চিত রিটার্নের লাভের প্রতিশ্রুতি দেওয়া ভিডিও নিষিদ্ধ - এমন ভিডিও সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে, এমনকি গুগল অ্যাড্রেস অনুমোদিত হলেও। ৫. স্থানীয় আইন মেনে চলা গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে - তবে অবৈধ বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্ম প্রচার নিষিদ্ধ। ৬. গ্যাম্বলিং সংক্রান্ত কিছু কন্টেন্ট ১৮+ রেস্ট্রিকশন পাবে - কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করলেও, নির্দিষ্ট কিছু গ্যাম্বলিং ভিডিও শুধুমাত্র ১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিরা দেখতে পারবেন।
কেন ইউটিউব এই সিদ্ধান্ত নিল? সম্প্রতি, অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলোর ব্যাপক বিজ্ঞাপন প্রচারের কারণে ইউটিউব এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন নীতিমালা কার্যকর হলে, কন্টেন্ট নির্মাতাদের জন্য ইউটিউবে গ্যাম্বলিং সংশ্লিষ্ট ভিডিও তৈরি ও প্রচার কঠিন হয়ে পড়বে।
এই পরিবর্তনগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আরও শক্তিশালী বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে, যা কন্টেন্ট নির্মাতাদের অবশ্যই অনুসরণ করতে হবে।
{ উপরে দুটি ছবির মাধ্যমে আপনার মতামত জানান}
0 Comments